খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: ২০১৬নব্য-নাৎসী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘মিস হিটলার ২০১৬’ প্রতিযোগিতা। আর তাতে বিজয়ী হলেন স্কটিশ এক নারী। তবে তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তার ছবি প্রকাশ করা হলেও তাতে মুখ ঢেকে রাখা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব নারীরা খুব সামান্যই স্বীকৃতি পেয়ে থাকেন তাদের সামনে নিয়ে আসার জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তবে এ ধরনের আয়োজন বর্ণবাদ উসকে দিতে পারে বলে সমালোচনাও করেছেন অনেকেই।
বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, ‘মিস হিটলার ২০১৬’ প্রতিযোগিতার আয়োজন ন্যাশনাল অ্যাকশন নামের বৃটিশ একটি সংগঠন। সাদা চামড়ার আধিপত্যবাদে বিশ্বাসী নিও-নাজী ঘরানার এই সংগঠনটি বলেছে, তারা তাদের নারী সমর্থকদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে এমন অনেক নারীই সবার সঙ্গে পরিচিত হয়ে উঠবেন যারা কখনও আলোচিত হননি বা কোনো ধরনের স্বীকৃতি পাননি। প্রতিযোগিতার বিজয়ী স্কটিশ নারীর নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তার ছবিতে মুখম-লের অর্ধেকও ঢেকে রাখা হয়েছে।
তিনি গ্রুপের ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আমি বিশ্বাস করতে চাইনি যে ইহুদিরা আমাদের শত্রু। বরং তারা খৃস্টানদের সঙ্গে অনেক সাদৃশ্যপূর্ণ বলেই আমার বিশ্বাস। কিন্তু ইহুদিদের প্রোপাগান্ডা অগ্রাহ্য করার কোনো উপায় নেই। তাই আমি ন্যাশনাল অ্যাকশনের সঙ্গে যুক্ত হয়েছি।’ কাউকে হত্যা করে বেঁচে যাওয়ার সুযোগ পেলে কাছে বেছে নিবেন, এমন প্রশ্ন করলে মিস হিটলার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নাম বলেন। তিনি মার্কেলকে তার একটি বন্দিশিবিরে রাখতে চান এবং তার পোষা শরণার্থীরাই বাকি কাজ সম্পন্ন করবেন বলে জানান। বৃটিশ ইহুদিদের বোর্ড অব ডেপুটির পক্ষ থেকে ন্যাশনাল অ্যাকশন ও তাদের এই সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের নিন্দা জানানো হয়েছে। সংগঠনটির একজন মুখপাত্র বলেন, ‘এটা স্পষ্টই বর্ণবাদী ঘৃণা উসকে দেয়ার ঘটনা। এর চেয়ে জঘন্য কোনো সুন্দরী প্রতিযোগিতা এর আগে কখনও অনুষ্ঠিত হয়নি।’ নিও-নাৎসী ঘরানার ন্যাশনাল অ্যাকশনের কার্যক্রম আগে থেকেই সমালোচিত হয়ে আসছে। এর আগে সংগঠনটি নেলসন ম্যান্ডেলার একটি ভাস্কর্য নিয়েও উপহাস করেছিল।