Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণার পরই উত্তাল ফুটবল বিশ্ব। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য একের পর এক অনুরোধও যাচ্ছে তার কাছে। ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা, রোনাল্ডো থেকে শুরু করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট পর্যন্ত তাকে ফিরে আসার অনুরোধ জানান। আর এবার এ তালিকায় নাম লেখালেন ফুটবলের আরেক কিংবদন্তি কালো মানিক খ্যাত পেলে।
মেসিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন পেলে। এ কিংবদন্তি বলেন, ‘এটা সকলেই মানবেন যে, গত এক দশকে এই বিশ্বের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। অবসরের সিদ্ধান্ত চিন্তাভাবনা করুক মেসি। আশা করব যে, ও আমার অনুরোধ রাখবে। ওর ফুটবলে ফিরে আসা সকলের পক্ষেই অত্যন্ত জরুরি।’
কোপা আমেরিকার শতবর্ষীয় আসরে ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মেসির দল আর্জেন্টিনাকে। যার ফলে এ নিয়ে টানা তৃতীয়বার কোপার ফাইনাল খেলেও শিরোপা হাতছাড়া হলো আর্জেন্টিনার।
টাইব্রেকারের প্রথম শটটিই আর্জেন্টিনার হয়ে নেন মেসি। আর সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরফলে হতাশায় মুষড়ে পড়েন তিনি। তবে পেলে মনে করেন, ‘যে পেনাল্টি শট নিতে যায়, তার শট লক্ষ্যভ্রষ্ট হতেই পারে। এটা ফুটবলেরই অঙ্গ। মেসি কেন তার জন্য নিজেকে অপরাধী মনে করছে। ওকে বিশ্বফুটবলের খুবই প্রয়োজন। ফুটবলের স্বার্থেই মেসিকে আবারো ফিরতে হবে।’
২৯ বছর বয়সী মেসি এ পর্যন্ত ব্যক্তিগতভাবে অনেক শিরোপা জিতলেও দেশের হয়ে বড় কোন শিরোপা জয় করতে পারেননি। এবারও কোপার ফাইনালে এভাবে হারের ফলে ভীষণ ভেঙে পড়েছেন ফুটবলের এ ক্ষুদে জাদুকার। তাইতো তিনি হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।