খোলা বাজার২৪, বুধবার, ৬ জুলাই ২০১৬: আগেই জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রতি বছরের সেপ্টেম্বরে সংক্ষিপ্ত আকারে আরেকটি আইপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে; যেটি কার্যকর হবে চলতি বছর থেকেই। এটি ‘মিনি আইপিএল’ কিংবা ‘বিদেশি আইপিএল’ নামে আয়োজিত হবে। এবার জানা গেলো মিনি-আসরের আয়োজক হতে পারে আরব আমিরাত। এমনকি দক্ষিণ আমেরিকার কোনো দেশের নামও বিসিসিআইয়ের সম্ভাব্য তালিকায় আছে বলে টাইমস অব ইন্ডিয়া খবর প্রকাশ করেছে।
যদিও এখনো মিনি আইপিএলের চূড়ান্ত তারিখ ও ফরম্যাট ঘোষণা করেনি বিসিবি। তবে বিসিসিআই আগামী সাতদিনের মধ্যে ভেন্যু চূড়ান্ত করবে বলে প্রতিবেদনে লেখা হয়েছে। তার আগে সম্প্রচার সঙ্গী ও আইপিএলের দল মালিকদের সঙ্গে আলোচনা করবে দেশটির বোর্ড। আলোচনায় যদি দক্ষিণ আমেরিকার দিকে ভোট পড়ে, তবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ভারতীয় ক্রিকেটাররা সরাসরি আসরের ভেন্যুর দিকে উড়াল দেবে।
যদিও আমিরাতের দিকে ভোট পড়ার সম্ভাবনা বেশি। ভারতের দর্শকদের কথা বিবেচনা করে ম্যাচের সময় ঠিক করতে চায় বিসিসিআই। তাতে এগিয়ে থাকছে আমিরাতই। সঙ্গে সম্প্রচার সঙ্গী হতে যাওয়া প্রতিষ্ঠানও নাকি আমিরাতেই আসর বসাতে চাইছে।
এর আগে ক্রিকেটকে ছড়িয়ে দিতে এবং ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় প্রতি বছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টি আয়োজন করতো বিসিসিআই। তবে, ব্যবসায়িকভাবে অলাভজনক হওয়ায় গত দুই বছর ধরে এই টুর্নামেন্ট বন্ধ রয়েছে। সেটি পুষিয়ে দেয়ার লক্ষ্যেই মিনি আইপিএল শুরু করতে যাচ্ছে বিসিসিআই। যাতে আইপিএলের আটটি দলই অংশ নেবে। দুই সপ্তাহেই এই টুর্নামেন্ট সম্পন্ন হতে পারে।