Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় এক যুবলীগ নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলো কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় রাজিবুল হাসান নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে থানার ধোলাইখাল এলাকার রোকনপুরে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের উপ-অর্থসম্পাদক বলে জানিয়েছেন স্বজনরা।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, রোকনপুর এলাকায় রাতে রাজিবকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজধানীর চকবাজার থানার খাজেদেওয়ান এলাকায় সালিশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।