Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ঝিনাইদহে অস্ত্র, গুলি ও জিহাদী বইসহ শিবির ক্যাডার গ্রেফতারখোলা বাজার২৪, সোমবার, ১১ জুলাই ২০১৬: ঝিনাইদহের কোটচাদপুরের এরেন্ডা গ্রাম থেকে ছাত্র শিবির নেতা আকরাম হোসেন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ঝিনাইদহ সদও পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি ও এরেন্ডা গ্রামের আলম বিশ্বাসের ছেলে। গত রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ টি শার্টার গান, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ১৫ টি জিহাদী বই ও ৬ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোটচাদপুর থানার ওসি আহমেদ কবির জানান, গোপন সংবাদেও ভিত্তিতে গতরাত ৩ টার দিকে জেলার কোটচাদপুরের এরেন্ডা গ্রামে পুলিশ অভিযান চালায়। অভিযান কালে ঝিনাইদহ পৌর সভার ৬ নং ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারউক্তি মোতাবেক পার্শ্ববর্তী দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালওেয়র টয়লেঠের উপর থেকে এসব অস্ত্র-সস্ত্র ও পার্শবর্তী আলিম মাদ্রাসার বারান্দা থেকে জিহাদী বই উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাটি নাশকতার মামলা রয়েছে।এ ব্যাপাওে ক্টোচাদপুর থানায় ২ টি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

অন্যরকম