খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: তানোর : রাজশাহীর তানোর উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, তানোর শাখার সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ঢাকার ডাক পত্রিকার তানোরে প্রতিনিধি সারোয়ার হোসেনের পিতা রুস্তম আলী শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নাল্লিহে……রাজিউন। তার এমন অকাল মৃত্যুতে পরিবার সহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে সাংবাকিদের পিতা রুস্তম আলীর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তান রেখে মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, তানোর পৌর সদরের গুবিরপাড়া গ্রামের মৃত সাবের আলীর পুত্র রুস্তম আলী। গত বৃহস্পতিবার হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। পরে সন্ধ্যার দিকে অবস্থা বেগুতিক দেখে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রাতে বমন সহ শ্বাসকষ্ট পেতে থাকেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের চিকিৎসক রামেক হাসপাতালে রেফার্ড করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। তার ছেলে সাংবাদিক সারোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে জ্বরে আক্রান্ত হয়ে আনারস খেতে চান, কিনেও দেয়া হয়। কিন্তু হঠাৎ অবস্থা খারাপ হতে থাকে। তিনি এবার হজ্জ্বে যাবার জন্যে সবকিছু কমপ্লিট করেছেন। একমাসের মধ্যেই হজ্জ্বের ফ্লাইট হওয়ার কথা ছিল। শুক্রবার জুম্মার নামাজ পর রুস্তম আলী জানাযার নামাজ ও পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় অংশগ্রহণ করেন, তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আরজান আলী, ইসলাহিয়া মাদ্রাসার শিক্ষক আরমান হোসেন পারভেজ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল সরকার সহ শত শত জনতা তার জানাযায় অংশগ্রহণ করেন। জানাযার নামাজ পড়ান গুবিরপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ সিরাজুল ইসলাম। তার এমন অকাল মৃত্যুকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইমরান হোসান, সিনিয়র সাংবাদিক অসীম কুমার সরকার, আলিফ হোসেন সহ নির্বাহী সদস্য সোহানুল হক পারভেজ, মিজানুর রহমান, আব্দুল হান্নান সহ নির্বাহী সদস্যগণ। তানোর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, মনিরুজ্জামান মনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তানোর শাখার সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমরান আলী মোল্লা, উপজেলা আ’লীগ সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগ সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরো ও সাধারণ সম্পাদক ওহাব সরদার।