খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের অন্যতম নারী নেত্রী বিশিষ্ট রাজনীতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহকর্মী ও পার্বত্য চট্টগ্রাম থেকে মনোনীত প্রথম নারী সংসদ সদস্য মিসেস সুদীপ্তা দেওয়ানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি গত বছর ১৮ জুলাই রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
তার মৃত্যবার্ষিকী উপলক্ষে প্রয়াত সুদীপ্তা দেওয়ানের শহরের তবলছড়ির বাসভবনে সোমবার সকাল থেকে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এছাড়া ২২ জুলাই মধ্যাহ্ণ ভোজসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওইদিন সকালে রাঙ্গামাটি শহরের আনন্দ বিহারে সংঘদান, অষ্টপরিস্কার দান, উৎসর্গ, পঞ্চশীল প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বর্ণাঢ্য কর্মময় জীবনে সুদীপ্তা দেওয়ান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্যা ঘনিষ্ট এক সহকর্মী। আমৃত্যু তিনি জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে চট্টগ্রাম-বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম-১৫ মহিলা আসনে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামজিক উন্নয়নে অনন্য ভূমিকা পালন করেন সুদীপ্তা দেওয়ান। স্বামী ডাক্তার একে দেওয়ান ১৯৭৪ সালে রাঙ্গামাটি পৌরসভার সর্বপ্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি সুদীপ্তা দেওয়ান পার্বত্য চট্টগ্রামের স্কাউট, ক্রীড়া, সামাজিক ও সংস্কৃতি কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সমাজসেবায় অনন্য অবদানের জন্য ২০০০ সালে তৎকালীন ডেপুটি স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে বাংলাদেশ প্রেসক্লাব ফেডারেশনের স্বর্ণপদক এবং ২০০১ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে বিশেষ পদক পান তিনি।