Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: গুলশান হামলায় জঙ্গিদের সহযোগিতার অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াসউদ্দিন আহসানকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেনবিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) আতিকুল ইসলাম।
তিনি বলেন, ‘তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়। পরবর্তী করণীয় আলোচনা করে পরে জানানো হবে।’
এর আগে রবিবার রাজধানীতে এক সভায় সার্জারি অপারেশনের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গিবাদ সমস্যা নির্মূল করার ঘোষণা দেন আতিকুল ইসলাম।
গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াসউদ্দিন আহসানসহ গ্রেফতার হওয়া চারজন বর্তমানে ৮ দিনের রিমান্ডে রয়েছেন। রবিবার তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ই-ব্লকের ৩ নম্বর টেনামেন্টের ফ্ল্যাট এ/৬ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন—গিয়াসউদ্দিন আহসানের ভাগ্নে আলম চৌধুরী, বাড়ির মালিক নুরুল ইসলাম ও ভবনের ম্যানেজার মো. মাহবুবুর রহমান তুহিন।
তিনি আরও জানান, গুলশানে সন্ত্রাসী হামলার পর সহযোগীরা দ্রুত বাসা থেকে পালিয়ে যায়। ওই বাসা থেকে বালিভর্তি কার্টন (যাতে গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করা হয়) এবং তাদের পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।