খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: জামালপুরের সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু কলেজের উদ্যোগে সোমবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কলেজ অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষকা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম, পুলিশ উপ-পরিদর্শক মতিউর রহমান প্রমুখ। এ সময় কলেজের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কলেজ কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।