খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রানীশংকৈল সহ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে ঠাকুরগাঁও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিসার আব্দুস সাত্তার, খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ অনেকে। সংবাদ সম্মেলনে মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ ও বিধিমালা-১৯৮৫ সম্পর্কে বিশদ আলোচনা করা হয় ও মৎস্য সংরক্ষনের বিষয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, জেলার পীরগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মেহের এলাহী, সাংবাদিক কাজী নুরুল ইসলাম, জয়নাল আবেদিন বাবুল, মোশাররফ হোসেন, বিষ্ণু পদ রায়, বুলবুল আহমেদ, আমিনুর রহমান হৃদয় প্রমুখ। সম্মেলনে ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় অবহিত করেন। একই দিনে রানীশংকৈল উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সন্মেলন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, দপ্তর সম্পাদক খুরশিদ আলম শাওন, সাংবাদিক নূরুল হক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন জীবন, আনোয়ার হোসেন আকাশ, বিজয় রায় প্রমূখ।