খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: তাপস কুমার, নাটোর: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন, মৎস্য চাষে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নে নাটোর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতািবনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, খামার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ অনান্য সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় নাটোর জেলার মৎস্য বিভগের প্রয়োজনী তথ্য, মৎস্য চাষীদেরকে প্রদও সেবাসমূহ ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য আগামী দিনের পরিকল্পনাসমূহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।