খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন একটু লোকচক্ষুর আড়ালেই রয়েছেন। ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজায় অবকাশ যাপন করছেন পরিবারের সঙ্গে। তবে মেসি বলে কথা! সেখানেও তার দেখা পেতে এক কিলোমিটার সাঁতরেই পার করে দিলেন ২৪ বছর বয়সী সুলি মূলত।
মূলত নামের ব্যক্তিটি আসলে অ্যাতলেটিকো মাদ্রিদের একজন সমর্থক। তবে মেসির মতো ফুটবলারকে কেউ পছন্দ করে না, এমন বলা মুশকিল। মূলতের ক্ষেত্রেও তাই।
মেসি যেখানে এখন ছুটি কাটাচ্ছেন মূলতও সেখানেই ছুটিতে গিয়েছিলেন। আর মেসির মতো তারকাকে দূর থেকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। এক কিলোমিটার সাঁতরেই পার করে দিলেন!
মূলতের এ সাঁতার বৃথা যায়নি। তার ইচ্ছা ছিল স্বপ্নের নায়ক মেসির সঙ্গে সেলফি তুলবেন। মেসি তাকে হতাশ করেননি। নিজের ব্যক্তিগত ইয়টে মূলতকে ২০ মিনিট সময় দিয়েছেন। সেলফি তো তুলেছেনই; গল্পও করেছেন এবং পান করিয়েছেন ফলের জুসও।
শুধু তাই নয়; ভক্তের ফিরে যেতে যেন কোনও সমস্যা না হয় করেছেন সেই ব্যবস্থাও। স্পিডবোড দিয়ে ফেরত পাঠিয়েছেন মূলতকে।