খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় বুধবার ভোরে পুলিশি অভিযানে মোশারফ হোসেন (৩৫) নামে ইউনিয়ন জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশারফ হোসেন ওই উপজেলার জীগাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেনকে নাশকতার ও বোমা হামলার অভিযোগে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। বুধবার সকালে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হবে।