খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: লোকমান আলী, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা ও জঙ্গী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে জামায়াত ও শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, সরকার বিরোধী লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মত্থরাপুর ইউনিয়নের জামায়াত ইসলামের সভাপতি ও দৃর্গাপুর গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে জামাল উদ্দীন (৫৮), ও তার ছেলে বদলগাছি থানার ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম (২২)।
র্যাব-৫, রাজশাহীর জয়পুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, পিএএম জানান, বুধবার গভীর রাতে সরকার বিরোধী নাশকতামূলক ও জঙ্গী কার্যক্রম পরিচালনার জন্যে বৈঠক করছে জামায়াত ও শিবিরের ক্যাডাররা। এমন তথ্যের ভিত্তিতে দূর্গাপুর এলাকা বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এক অভিযান পরিচালনা করে জামাল উদ্দীন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১টি জিহাদী বই, সরকার বিরোধী বিভিন্ন প্রকার ২০লিফলেট ও চাঁদা আদায়ের ৩টি রশিদ বই উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ আশিকুর রহমান আরো জানান, তারা পিতা-পুত্র জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে এলাকায় দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসাছিলেন। তাদের জয়পুরহাট ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে বদলগাছী থানায় হস্তান্তর করে এ ব্যাপারে নাশকতার একটি মামলা দায়ের করা হয়েছে।