Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: কাজী কামাল হোসেন,নওগাঁ: “কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা”এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা, আলোচনাসভা ও সনদপত্র বিতরণীর মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব জনসংখা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা এ আয়োজনে শোভাযাত্রার উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। বৃহষ্পতিবার সকালে সার্কিট হাউজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ মাজেদা ইয়াসমিন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ,ত,ম আব্দুলাহেল বাকী, সিভিল সার্জন ডা: এ,কে,এম মোজাহার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মহসিন আলী, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: কামরুল আহসান টিপু বক্তব্য রাখেন।