Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: কাজী কামাল হোসেন,নওগাঁ: নওগাঁর সান্তাহার- নাটোর আঞ্চলিক মহাসড়কের পাল্লা ব্রিজটি ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পরেছে। পাল্লা ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ অবস্থায় থাকার পরও মেরামত না করায় বুধবার বিকেলে ভেঙ্গে পড়েছে।এতে করে মালবাহি বড় যানবাহন চলাচল করতে না পারায় বর্তমানে রাণীনগর-সান্তাহার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সড়কে এরকম আরো ৬টি কালর্ভাট ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। ভেঙ্গে পড়া কালর্ভাটটিতে ইট-বালি দিয়ে কোনভাবে চলাচল করছে ছোট ছোট যানবাহন। দীর্ঘদিন আগে তৈরি করা এসব কালভার্টের প্রশস্ততাও কম। বর্তমান সড়কের প্রশস্ততার চেয়ে ৪ থেকে ৫ ফুট ছোট। আবার কোনটি সড়কের চেয়ে অনেক উচুঁ । কিছু কিছু কালভার্টের দীর্ঘদিন কোন সংস্কার না করায় মাঝের অংশ ভেঙ্গে পড়ায় সড়ক কর্তৃপক্ষ লোহার মোটা পাতের জোড়া তালি দিয়ে চালিয়ে নিচ্ছেন। ফলে নিত্য দিন ঘটছে দুর্ঘটনা।
ওই সড়কে যাতায়াতকারী সাদেকুল ইসলাম, প্রভাষক বেলায়েত হোসেন, প্রভাষক জামান সহ অনেকে জানান সান্তাহার ঢাকা রোড থেকে নাটোর পর্যন্ত এই বাইপাস আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ প্রায় ১০বছর পূর্বে শুরু হলেও রাণীনগর পর্যন্ত সামান্য পরিমাণ কাজ হবার পর অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। কাজের শুরুতে রাণীনগর রেল স্টেশন হতে সান্তাহার ঢাকা রোড পর্যন্ত ৮কিলোমিটার সড়কের কাজ আবার নতুন করে কিছুদিন পূর্বে সম্পন্ন হলেও নতুন করে এইসব ঝুঁকিপূর্ণ কালভার্টের কোন কাজই করা হয়নি। এই ৮কিলোমিটার সড়কের সান্তাহার পৌর এলাকার দক্ষিণ মালশন গ্রাম থেকে সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোড় পর্যন্ত সড়কের মাত্র সাড়ে ৩কিলোমিটারের মধ্যে রয়েছে ৭টি কালভার্ট। এই ৭টি ঝুঁকিপূর্ণ কালভার্টের মধ্যে পানলা গ্রামের সামনের কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ । এই কালভার্টের পাটাতন অন্তত ১০বার জোড়াতালি দিয়ে চালানো হয়েছে। ফলে এ সড়কে অন্য এলাকা থেকে আসা বড় বড় ট্রাকের চালকরা কালভার্ট ও সড়কের মাপ সম্পর্কে অজানা থাকার কারণে দুর্ঘটনায় পড়ে। এছাড়াও রাতের বেলায় স্থানীয় সকল যানবাহনের চালকরা গোলক ধাঁধায় পড়ে যাওায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেই চলেছে।
বর্তমানে আত্রাই-রাণীনগর-নওগাঁ মহাসড়কের অবস্থা বেহাল হওয়ার কারণে এবং এই বাইপাস সড়কে সান্তাহার ও নওগাঁ যাওয়ার জন্য সময় খুব লাগে বলে বড় বড় মালবাহী ট্রাক সহ ছোট ছোট যানবাহন এই বাইপাস সড়কটিই বেশি ব্যবহার করছে বলে সব সময় ব্যস্ত থাকে এই সড়কটি। এব্যাপারে নওগাঁ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক জানান ব্রীজটি মেরামতের জন্য জরুরী ভিত্তিতে কাযক্রম চালানো হচ্ছে।