Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন ,দিনাজপুর: সন্ত্রাস ও জঙ্গীবাদের মূলোৎপাটন, সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করনসহ ১১ দফা দাবী বাস্তবায়ন, এমপিও বঞ্চিতদের এমপিও প্রদান, জাতীয় শিক্ষা কমিশন গঠন ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবীতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল২৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে দিনাজপুর আদর্শ কলেজে অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাইফুদ্দিন আখতার, বর্তমান অধ্যক্ষ সরদার কুদরত-ই-খুদা, রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পিসাস বসাক, অধ্যাপক হিতেন্দ্রনাথ রায়, সেতাবগঞ্জ কলেজের অধ্যাপক মোঃ মোজাহার আলী, আদর্শ কলেজের অধ্যাপক পরিমল চক্রবর্ত্তী তপন, অধ্যাপক নাসরিন বেগম প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগ দিনাজপুর আদর্শ কলেজ শাখার সাধারন সম্পাদক মোঃ অমিত হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।