খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬: : টাগবোট বিকল হয়ে যাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে শুক্রবার সাতটি ফ্ল্যাট ও একটি ছোট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
পদ্মায় তীব্র স্রোতের কারণে গত কয়েক দিনের মতো শুক্রবারও সাতটি ফ্ল্যাট ও একটি ছোট ফেরি চলাচল বন্ধ রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে। এ নৌপথে চলাচলের উপযোগী আছে আটটি ফেরি।
ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী। তিনি জানান, বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে তীব্র ¯্রােত ও পানি বৃদ্ধি অব্যাহত ছিল। সারা রাত প্রায় সব ফেরি বন্ধ ছিল। শুক্রবার সকালে কয়েকটি ফেরি ঘাট থেকে ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিসির আর এক কর্মকর্তা জানান, তীব্র ¯্রােতে ফ্ল্যাট ফেরিঘাট থেকে নৌ চ্যানেলে প্রবেশ করতে পারছিল না। তাই বৃহস্পতিবার বিআইডব্লিউটিসি ঘাটে ‘দুরন্ত’ নামে একটি টাগবোট সংযোজন করে। এই টাগবোটটি ফ্ল্যাট ফেরিগুলোকে টেনে চ্যানেলের মুখে নিয়ে যায়। এভাবে বৃহস্পতিবার সাতটি ফ্ল্যাট ফেরিকে পারাপারে সাহায্য করে টাগবোটটি। কিন্তু শুক্রবার সকালে সেটিও বিকল হয়ে গেছে। তাই ওই সাতটি ফ্ল্যাট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তীব্র স্রোতের কারণে ছোট ফেরিটিও চলাচল বন্ধ রাখা হয়েছে।