খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দিনব্যাপী মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় অনলাইন প্রেসক্লাব, মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম.এম.রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় অনার্স মাস্টার্স ডিগ্রী প্রাপ্ত সাংবাদিকতায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক এবং জনপ্রিয় অনলাইন চমক নিউজের সম্পাদক রাহুল রাজ বিশ্বাস মফস্বল ২৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালাটি উদ্ধোধন করেন মুন্সীগঞ্জের চারণ সাংবাদিক চয়নিকা পত্রিকার প্রকাশক সম্পাকদ শেখ মো: আলী আকবর, মুন্সীগঞ্জ সাংবাদিক সোসাইটির সদস্য সচিব মু. আবু সাঈদ সোহান, জাতীয় অনলাইন প্রেসক্লাব, মুন্সীগঞ্জ জেলা সভাপতি আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন।
দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহনকারী সাংবাদিকরা মনোযোগসহকারে প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষনে সাংবাদিকতা কি? ফাইভ ডাব্লিউ এইচ, নিভর্’ল তথ্য সংগ্রহ,অনুসন্ধানী, সরোজমিনে, ডেইলি ইভেন্ট, ফলোআপ, ফিচার নিউজ বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। সেই সঙ্গে মফস্বল সাংবাদিকদের নিউজ লিখার উপরও প্রশিক্ষন দেয়া হয়। মফস্বল সাংবাদিকরা নিউজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার শিকার হন। সেই প্রতিবন্ধকতা থেকে উত্তোরন হয়ে কিভাবে নিউজ করতে হবে তার উপর বিশেষ প্রশিক্ষন দেয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন প্রশিক্ষক রাহুল রাজ বিশ্বাস। এমন একটি প্রশিক্ষন গ্রহন মফস্বল সাংবাদিকদের বন্তু নিষ্ট সংবাদ পরিবেশনে অনেকটা অগ্রনী ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত মফস্বল সাংবাদিকরা।