খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: মেহেরপুরের মুজিবনগর উপজেলা গোরিনগর কবরস্থানের কাছ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে পরিত্যক্ত অবস্থায় বোমা দুটি উদ্ধার করে মুজিবনগর থানা।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের আনাগোনার গোপন সংবাদের ভিত্তিতে গৌরিনগর কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাজার করা ব্যাগের ভেতর থেকে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বোমা দুটি ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া বোমা দুটি পানি-বালি ভর্তি পানিতে প্রাথমিক নিষ্ক্রিয় করে থানায় রাখা হয়েছে।