Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬ সালাম, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ডাষ্টবিনে পড়ে থাকা সেই বৃদ্ধকে আজ রোববার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল নগদ টাকাসহ বস্ত্র বিতরণ করেছেন। এর আগে বৃদ্ধকে নিয়ে দেশের জনপ্রিয় অনলাইন চমক নিউজ এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বৃদ্ধের ডাষ্টবিনে পড়ে থাকার দৃশ্য সারাদেশে তোলপাড় সৃষ্টি করে। সেই দৃশ্য অবগত হয়ে গত – শুক্রবার রাতে বৃদ্ধকে জেলা প্রশাসকের নির্দেশক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশীদ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ রোববার বিকেল ৩ টায় হাসপাতালে উপস্থিত হয়ে জেলা প্রশাসক বৃদ্ধের খোজ খবর নেয়। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বৃদ্ধের চিকিৎসার ক্ষেত্রে কোন রকমের সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য জেনারেল হাসপাতালের চিকিৎসককে নির্দেশ প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক বৃদ্ধকে কিছু নগদ টাকা, দুটি লুঙ্গি, দুটি পাঞ্জাবি ও গামছা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান, জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এম.এম.রহমান, সদস্য কায়সার সামির,মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: এস এম সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন বলেন, অসুস্থ্য বৃদ্ধ আস্তে আস্তে সুস্থ্য হয়ে উঠছেন। এখন সে তার পরিচয় বলতে পারছেন। তার নাম বারেক মিয়া (৯০)। তার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলা বাহেরপাড়া এলাকায়। সাখাওয়াত হোসনে আরো বলেন, এই বৃদ্ধের দায়িত্ব নেয়ার জন্য ইতিমধ্যে এনজিও সহ বিভিন্ন ব্যক্তি হাসপাতালে এসে বৃদ্ধকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে দেশব্যাপী মানুষের বিবেককে নাড়া দিলেও বৃদ্ধ বারেক মিয়ার পরিবারের কোন স্বজন এখনো পর্যন্ত হাসপাতালে যোগাযোগ করেনি। গত- ২৮ জুলাই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অভ্যন্তরে ডাষ্টবিনে পড়ে থাকা অবস্থায় ‘ডাষ্টবিণের ময়লা খাবার বেঁচে আছে শত বছরের বৃদ্ধ’ শীরোনামে জাতীয় অনলাইন পত্রিকা ও ফেসুবকে ছবি পোষ্ট করা হয়। সেই থেকে শুরু হয় দেশব্যাপী তোলপাড়।