খোলা বাজার২৪, রোববার, ৩১ জুলাই ২০১৬: সঙ্গে বিএনপির ঐক্য থাকায় তাদের নিয়ে জাতীয় ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে রবিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
বিভিন্ন স্থান থেকে ৯ জন লোক কেন কল্যাণপুরে যাবে- প্রশ্ন তুলে তোফায়ের আহমেদ বলেন, ‘প্রত্যক্ষদর্শীর প্রত্যেকের উইটনেসের পরও যে দলটি (বিএনপি) বলতে পারে যে তারা জঙ্গি কি না সন্দেহ, তারা কোন হিসেবে জাতীয় ঐক্যের আহ্বান করতে পারে?’
‘এদের (নিহত সন্ত্রাসী) অনেকের অরিজিন হলো জামায়াত। জামায়াতের সঙ্গে ঐক্য রেখে জাতীয় ঐক্যের কথা বলে, এটা হতে পারে না’ বলেন তোফায়েল।
তিনি বলেন, ‘দলে দলে ঐক্য জাতীয় ঐক্য নয়; জাতীয় ঐক্য হচ্ছে মানুষে মানুষে ঐক্য, এটা হয়ে গেছে। কাজেই কারো সাথে ঐক্য করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা মনে করি।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কল্যাণপুরে যারা মারা গেল তাদের গুলি সামনের দিকে লাগল না পেছনের দিকে লাগল এটা কি কোনো ব্যাপার হতে পারে? সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ মনে করে তারা জঙ্গি। শুধু মনে করে না বিএনপি।’
এখন একাত্তরের মতো প্রত্যেক মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে জানিয়ে তোফায়েল বলেন, ‘বাবা-মা নিজের জন্ম দেওয়া ছেলেকে স্বীকার করে না। যাকে আদর যতœ করে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়েছে, সেই বা-মা প্রিয় সন্তানের মুখ দেখতে যায় না, এটাই হলো বাংলাদেশ।’
‘গুলশানের ঘটনা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়েছে’ মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এ ঘটনা বেশি দিন থাকবে না। অ্যাবসেলিউটলি ইট উউল বি নরমাল কান্ট্রি। কোনো সন্দেহ নেই।’