Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: মন্তব্যের জন্য এরই মধ্যে আলোচিত-সমালোচিত হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বেফাঁস বক্তব্য আর মন্তব্যের জন্য বিভিন্ন সময় কঠোর সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার এক টুইটবার্তার জন্য আলোচনায় এসেছেন তিনি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকে বিদ্রুপ করে দেয়া ওই টুইটবার্তায় ট্রাম্প তিনটি বানান ভুল করেছেন বলে দাবি করেছে ডেমোক্রেট শিবির।
ডেমোক্রেটরা ওই তিনটি শব্দ তুলে ধরে অনলাইন আর অফলাইনে ট্রাম্পকে নিয়ে ব্যাপক হাসি-ঠাট্টা শুরু করেছেন।
ডেমোক্রেটদের দাবি, ট্রাম্প টুইট বার্তায় ষড়ড়ংব এর পরিবর্তে লিখেছেন ‘ষড়ংব’, ‘রহংঃরহপঃং’ এর পরিবর্তে ‘রহংঃরপঃং’।
এছাড়া ‘লঁফমসবহঃ’ বানানটি যুক্তরাষ্ট্রে ‘লঁফমসবহঃ’ লেখা হলেও ট্রাম্প ‘লঁফমবসবহঃ’ লিখেছেন।