খোলা বাজার২৪, সোমবার, ১ আগস্ট ২০১৬: হোসেন হিরণ, :গাজীপুরের কাপাসিয়ায় আজ বিকালে গাজীপুর জেলা পুলিশের আয়োজনে জঙ্গি/নাশকতাকারী ও মাদক বিরোধী জনসচেতনতামূলক সমাবেশ কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা, বিভিন্ন বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-ছাত্র, মন্দিরের পুরোহিত, সেবায়েত, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবি, বাড়ীর মালিক ও ভাড়াটিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পিপিএম,বিপিএম(বার) এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ) সালেহ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান রেজাউর রহমান লস্কর মিঠু, কাপাসিয়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুবকর সিদ্দিক উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশীদ মোল্লা,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আইন উদ্দিন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান. সাংবাদিক মজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন ধর্মকে ভুল ব্যাখা করে যারা মানুষ খুন করে তারা কখনো জনগনের বন্ধু হতে পারে না। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই স্বাধীনতা যুদ্ধের পরাজিত সেই জামাত শিবিরের লোকেরাই আজ মানুষ হত্যা করছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে এবং দেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। ।