আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, দেশের আদালতগুলোতে যে মামলাজট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। এরইমধ্যে তার কিছু সুফলও পাওয়া গেছে। আগামীতে আরো সুফল পাওয়া যাবে।
তিনি বলেন, ‘শহীদ আবরার ফাহাদের বিচারকাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছে। আশা করা যায়, খুব শিগগিরই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে। এবং আবরার ফাহাদের পরিবার এই মামলার রায়ের বাস্তবায়ন দেখতে পাবে।
এর আগে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও দুদুকের প্রধান আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিকেলে অ্যাটর্নি জেনারেল কুষ্টিয়া শহরে আবরার ফাহাদ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন এবং সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। তিনি পাঠাগারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, ‘আবরার ফাহাদের নামের প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনৈতিককরণ করা যাবে না। আবরার ফাহাদ বাংলাদেশের অলংকার এবং ফ্যাসিস্টের হাতে নিহত প্রথম শহীদ। ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে হত্যা করা হয়েছিল।
সন্ধ্যায় তিনি বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুমারখালীতে যান এবং সেখানে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।