খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: হাজারীবাগ এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়কারীসহ পাঁচজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব।
র্যাব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাবের দাবি, এই নতুন জঙ্গি সংগঠনের নাম আল আনসার। র্যাবের অভিযানে সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাওলানা মো. রাশেদুল আলমসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই ও প্রশিক্ষণসামগ্রী উদ্ধার করা হয়েছে।