Mon. Oct 20th, 2025
Advertisements

58খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সারা দেশের ন্যায় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারিদের কর্মবিরতী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারি ঐক্য পরিষদের আহ্বানে ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মচারি, কর্মকর্তারা কর্মবিরতী এবং বিক্ষোভ মিছিল করেন। উক্ত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ আলমগীর মাহফুজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারি ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর হক প্রমূখ। বক্তারা এসময় বলেন, সেন্ট্রাল নেতাদের দিকনির্দেশনা মোতাবেক আমরা কর্মবিরতী পালন করছি। আমরা কোম্পানির আওতায় কাজ করতে চাই না। তাই আমাদের এই কর্মসূচি। এখন কোথাও কোন বিদ্যুৎের সমস্যা হলে আমরা তা সমাধান করবো না। আমাদের দাবি মেনে না নিলে আমরা সেন্ট্রালের আহ্বানে আরো কঠোর কর্মসূচিতে যাবো। উল্লেখ্য, গত রবিবার রাত ১২ টার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানির আওতায় চলে যাবে সরকারের এমন ঘোষনার পর থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা কর্মচারি ঐক্য পরিষদের আহ্বানে কর্মবিরতী কর্মসূচি পালন করা হচ্ছে।