Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: :সংরক্ষিত ৩০৭ (মেহেরপুর-চুয়াডঙ্গা) আসনের মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানুকে লাঞ্চিত করা হয়েছে। আজ বৃহস্পতিার বিকেলে উপজেলা মিলনায়তনে গাংনী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতার সময় জেলা আওয়াী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সমর্থকরা তাকে লাঞ্চিত করে। পরে পুলিশ প্রহরায় নিরাপদ গন্তব্যে চলে যান সেলিনা আখতার বানু।
সভায় উপস্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক মহিলা এমপি সেলিনা আখতার বানুর কর্মকা-ের সমালোচনা করেন। টিআর বরাদ্দ, চাকুরীর জন্য ডিও লেটার ও সাংগঠনিক কর্মকা-ে অযাচিত হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় তুলে ধরে তীব্র সমালোচনা করেন। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এমএ খালেকের অভিযোগের জবাব দেন মহিলা এমপি। এমএ খালেকের বিভিন্ন কর্মকা-েরও তীব্র সমালোচনা শুরু করেন তিনি। বিষয়টির প্রতিবাদ জানিয়ে এমএ খালেক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এসময় এমএ খালেকের সমর্থকরা মহিলা এমপি বিরুদ্ধে হৈ-চৈ করে প্রতিবাদ মুখর হয়ে পড়ে। কয়েকজন তেড়ে গিয়ে তাকে মারার উদ্যত হন। এ নিয়ে মহিলা এমপি ও এমএ খালেক পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতিও হয় বলে জানান কয়েকজন।
তবে বিষয়নি নিয়ন্ত্রণ করে মহিলা এমপিকে নিরাপদে পৌঁছাতে সহায়তা করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।