Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬:রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে রাজবাড়ীর কালুখালীর হরিণবাড়িয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের আকবরের স্ত্রী হালিমা বিবি (৫০), মেয়ে ফরিদা খাতুন (২২), রোকন শেখের মেয়ে বেগম (৪০), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের আলতাফের ছেলে রাজু (৬)।
কালুখালী থানার ওসি নূরে আলম জানান, শুক্রবার সন্ধ্যায় কালুখালীর উপজেলায় পদ্মা নদীর ক্যানেলে ট্রলার ডুবির ঘটনায় শিশু ও নারীসহ নিখোঁজ ছয়জনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের সন্ধানে অভিযান চলছে।
কালুখালীর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান চালানো হয়। পরে সকালে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিনবাড়িয়া বাজার এলাকা হতে একটি ট্রলার ৩০-৩৫ জনের মত যাত্রী বোঝাই করে ক্যানেলে রওনা দেয়। পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাদার চরের উদ্দেশে রওনা হয়ে প্রায় একশ’ গজ যাওয়ার পর পরই ক্যানেলের তীব্র স্রোতে ও ঢেউয়ের ধাক্কায় উল্টে গিয়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় যাত্রীদের মধ্যে বেশিরভাগ সাঁতরে বিভিন্ন এলাকায় উঠতে সক্ষম হলেও ছয়জন নিখোঁজ হয়।