খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬ : ব্রাজিল অলিম্পিকে অংশ নিতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মীকে জোর করে চুমু দেয়ার চেষ্টা করায় এক বক্সারকে গ্রেফতার করেছে পুলিশ।
মরক্কোর ওই বক্সারের নাম হাসান সাদা (২২)। শনিবার অলিম্পিকের বক্সিং ইভেন্টে তার প্রথম অংশ নেয়ার কথা ছিল।
বুধবার রিও ডি জেনিরোর অলিম্পিক ভিলেজ থেকে ওই বক্সারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আরেক পরিচ্ছন্নতাকর্মীকেও যৌন হয়রানির অভিযোগ উঠে।
গ্রেফতারের পর পুলিশ হাসানকে আদালতে হাজির করে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আগ পর্যন্ত আদালত তাকে ১৫ দিন আটকে রাখার নির্দেশ দেন। ফলে অলিম্পিকে অংশ নিতে পারবেন না হাসান।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসান বা মরক্কোর অলিম্পিক কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।