Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: রিও অলিম্পিকের প্রথম দিনই লেখা থাকবে ইতিহাসের পাতায়। বিশেষ করে ভিয়েতনামের ইতিহাসে তো বটেই। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতলেন ভিয়েতনামের শ্যুটার জুয়ান ভিন হোয়াং।

অলিম্পিকের ইতিহাসে এটাই ভিয়েতনামের প্রথম স্বর্ণ। এদিকে প্রথম দিনই পদকের মুখ দেখল স্বাগতিক ব্রাজিল। স্বর্ণজয়ী হোয়াংয়ের স্কোর ছিল ২০২ দশমিক ৫। রৌপ্যপদক জিতেছেন ব্রাজিলের ফেলিপ আলমেইদা উ। ফেলিপের হাত দিয়েই আসরের প্রথম পদক জিতে নিয়েছে ব্রাজিল। চীনের উয়েই পাং জিতেছেন ব্রোঞ্জপদক। বিবিসি জানায়, এর আগে অলিম্পিকে ভিয়েতনামের সর্বোচ্চ সাফল্য ছিল দুটি রৌপ্যপদক। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রেসার। আসরের প্রথম স্বর্ণপদক যুক্তরাষ্ট্রের থ্রেসারের। আর দ্বিতীয় স্বর্ণপদকটি গেল ভিয়েতনামের ঝুলিতে।