Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

shah-300x200খোলা বাজার২৪,রবিবার, ৭ আগস্ট ২০১৬: সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং প্রিজমা। ইতিমধ্যেই ৪০ লাখ বার ডাউনলোড হয়ে গেছে এই ফোটো এডিটিং অ্যাপটি। সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি বলিউডের বাদশা। কেমন হল শাহরুখের এই প্রিজমা ছবি?
কিন্তু না.. ছবিটা দেখে মনটা খুঁতখুঁতে হয় তার। ছবিটা ঠিক সেরকম হল না। যেরকম তিনি ভেবেছিলেন। নিজের প্রিজমা ছবি ফেসবুকে শেয়ার করে ঠিক এমনটাই জানিয়েছেন শাহরুখ। যদিও সঙ্গে এটাও বলেছেন, প্রথমবার সবকিছুই ভালো।

শাহরুখকে এরপর গৌরী শিন্ডের ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে দেখা যাবে। ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আলি জাফর, আদিত্য রায় কাপুর, কুণাল কাপুর, আলিয়া ভাট।