খোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: বেশ কিছু অনাকাক্সিক্ষত ঘটনার কারণে অনিশ্চয়তা দেখা গেলেও অবশেষে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৩০ অক্টোবর ঢাকা আসছে তারা। রোববার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে ইংল্যান্ড দল থাকবে ২ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে তারা খেলবে ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট। থাকছে একটি প্রস্তুতি ম্যাচও।
ক্রীড়া মন্ত্রণালয়ের ঐ সভায় জানানো হয়, সব মিলিয়ে ইংলিশ দল ৩০ দিন বাংলাদেশে থাকবে। তবে তাদের ৪৫ দিনের ভিসা দেয়া হয়েছে। ঢাকার ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর চট্টগ্রামে তারা টাইগারদের বিপক্ষে খেলবে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের পুরো সময়টা ইংল্যান্ড দল অবস্থান করবে হোটেল র্যাডিসন ব্লুতে। সেই অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলে ক্রীড়া মন্ত্রণালয়ের সভায় জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (রাজনৈতিক) আহ্বায়ক করে একটি নিরাপত্তা কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয় যাদের দায়িত্ব হবে দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা। ইংলিশদের বাংলাদেশ সফরের সময়কালে ঢাকা ও চট্টগ্রামে হোটেল, পরিবহন, বিমানবন্দর, খেলার মাঠ এবং অনুশীলনকেন্দ্রের সার্বিক নিরাপত্তার দেখভাল করবেন তারা।