Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
hajj boothখোলা বাজার২৪, রবিবার, ৭ আগস্ট ২০১৬: হজ্জের মওসুমে সম্মানিত হজ্জ যাত্রীদের সেবা প্রদানের লক্ষে আশকোনায় অব¯ি’ত হজ্জ ক্যাম্পে এক্সিম ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়েছে। গত ৪ আগস্ট ২০১৬ ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ফিতা কেটে এই বুথ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি এক্সিম ব্যাংকের মাধ্যমে হজ্জপূর্ব কার্যাবলী সম্পন্ন করা হজ্জযাত্রীদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় আরো উপ¯ি’ত ছিলেন এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।

সার্বক্ষণিক সেবা প্রদানে প্র¯‘ত এই বুথ থেকে সম্মানিত হাজীগণ হজ্জসংক্রান্ত বিভিন্ন তথ্যসহ হজ্জ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন।