খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: চলমান অলিম্পিকে এখনও পর্যন্ত একটি করে সোনা জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এই দুই দেশের সমর্থকদের সবচেয়ে বড় আশা-ভরসার জায়গা ফুটবল। ফুটবলে গ্রুপপর্বের বাঁধা পেরোনোর আগেই রিও অলিম্পিকে বিবাদে জড়িয়ে পড়েছেন দুই দেশের সমর্থকরা।
রিও অলিম্পিকে সোনা জয়ের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপপর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলকে। তবে সোমবার এই দুই দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা কোনো ফুটবল ম্যাচে নয়। টেনিস ম্যাচ কেন্দ্র করে গ্যালারিতে বিবাদে জড়িয়ে পড়েন ব্রাজিল ও আর্জেন্টিনার দুই সমর্থক।
সোমবার পুরুষ টেনিস এককের ম্যাচে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তো পর্তুগালের জোয়া সুসা মুখোমুখি হয়েছিলেন। ওই সময় গ্যালারিতে দুইজন সমর্থককে ধস্তাধস্তি করতে দেখা যায়। আশেপাশের দর্শকরাও তাদের এই কান্ড দেখে চিৎকার চেচামেচি শুরু করে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিজ দেশের জার্সি পরিহিত আর্জেন্টিনার ওই সমর্থক জানান, স্থানীয় এক সমর্থক নাকি তার উপর চড়াও হয়েছেন।
নিজেদের সংস্কৃতিতে কিছুটা মিল থাকলেও ফুটবল চিরবৈরী দুটি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনাকে আর্জেন্টিনা বিশ্বসেরা ফুটবলর দাবি করলেও প্রতিবেশি দেশ ব্রাজিল দাবি করে থাকে পেলেকে। এই দুই দেশের মধ্যকার সুপার ক্ল্যাসিকো ম্যাচ বিশ্বের সব ফুটবলপ্রেমিদের কাছে বেশ উপভোগ্য।