Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬:CDMS Trening picতোফাজ্জল হোসেনঃ-নরসিংদীতেউন্নতপদ্ধতিতেশিংমাছচাষ ও ব্যবস্থাপনাবিষয়ক ৩দিনব্যাপীপ্রশিক্ষণকর্মসূচীরউদ্বোধনকরাহয়েছে। ৯ আগষ্টসকাল ১০ টায়সিনিয়রউপজেলামৎস্য কর্মকর্তা তাজমহল বেগম এই প্রশিক্ষণকর্মসূচীরশুভউদ্বোধন ঘোষণাকরেন।নরসিংদী জেলামৎস্য কর্মকর্তার সেমিনারকক্ষেঅনুষ্ঠিতবঙ্গবন্ধু শেখমুজিবুররহমান কৃষিবিশ্ববিদ্যালয় ও চিনিশপুর দীপশিখামহিলাসমিতি কর্তৃকআয়োজিতপ্রশিক্ষণকর্মসূচীতেপ্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখমুজিবুররহমান কৃষিবিশ্ববিদ্যালয়েরপ্রফেসরএবংআপস্কেলিংঅবপন্ডসপ্রকল্পেরপ্রধানগবেষকপ্রফেসর ড. জাহাঙ্গীর আলম।প্রশিক্ষণপ্রদানকরেনশিংমাছচাষবিশেষজ্ঞ ও আপস্কেলিংঅবপন্ডসপ্রকল্পেরসাইট কো-অর্ডিনেটরড.জি.সিহালদার।অনুষ্ঠানেরশুরুতে স্বাগত বক্তব্য রাখেনচিনিশপুর দীপশিখামহিলাসমিতিরনির্বাহীপরিচালকজনাবাছফুরা বেগম।৯আগষ্ট থেকে ১১আগষ্টপর্যন্তনরসিংদী জেলারশিংমাছচাষীদের এই প্রশিক্ষণঅনুষ্ঠিতহবে। জেলারপ্রায় ৩০ জনশিংমাছচাষী এই প্রশিক্ষণকর্মসূচীতেঅংশগ্রহণকরেন। ৩দিনব্যাপি এই প্রশিক্ষণকর্মসূচীতেশিংমাছেরজীববিজ্ঞান,প্রাচুর্য হ্রাসেরকারণএবংপ্রাপ্যতাবৃদ্ধিরজন্য করণীয়,শিংমাছচাষের গুরুত্ব ও সুবিধা-অসুবিধাএবংগ্রামীণ দারিদ্র বিমোচনেশিংমাছেরভূমিকা,শিংমাছেরপ্রনোদিতপ্রজনন ও রেণু পোনাউৎপাদনের কৌশল,শিংমাছচাষপদ্ধতি,পুকুরনির্বাচন ও প্রস্তুতি,শিংমাছেরমজুদ ঘনত্ব,পোনাপরিবহণ ও পুকুরেমজুদ,শিংমাছচাষেপানি ও মাটির গুণাগুণব্যবস্থাপনা,শিংমাছেরপ্রাকৃতিকও সম্পুরক খাদ্য,সম্পুরক তৈরীরকলা-কৌশল,শিংমাছেরসম্পুরকখাদ্য প্রয়োগের কৌশল ও খাদ্য ব্যবস্থাপনা,শিংমাছের রোগবালাইব্যবস্থাপনা,শিংমাছচাষেরঝুকিব্যবস্থাপনা,শিংমাছআহরণ,বাজারজাতকরণ ও লাভক্ষতিরহিসাববিশ্লেষণইত্যাদি বিষয় স্থানপায়।