Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: ভলিবল নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বল্পবসনা কিছু রমণীর ছবি। সমুদ্র তীরের বালুকণায় অনুষ্ঠিত নারীদের ভলিবল খেলায় অংশ নেয় যারা তাদের শরীরের খুব অল্পই ঢাকা থাকে বস্ত্রে। কিন্তু রিও অলিম্পিক গেমসে দেখা গেল ভিন্ন চিত্র।

জার্মানির বিপক্ষে খেলায় মিশরের মেয়েরা খেললেন পুরো ইসলামী পোশাকে। যদিও আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন সাধারণত পোশাকের মাপ ও ধরন ঠিক করে দিয়ে থাকে। কিন্তু লন্ডন অলিম্পিক থেকে হাতাওয়ালা জামা ও পায়জামা পরে খেলার অনুমোদন দেয়া হয়।
সংস্থাটির মুখপাত্র বলেন, ১৬৯টি দেশ এবারের বাছাই পর্বে অংশ নেয়। লন্ডন গেমসে নিয়েছিল ১৪৩ দেশ। তাই দেশগুলোর নিজস্ব সংস্কৃতি অনুসরণে ছাড় দেয়া হয়। মিশর এই প্রথম নিজ মহাদেশের বাইরে বিচ ভলিবলে আন্তর্জাতিক পর্যায়ে খেলছে। এর আগে গত এপ্রিলে তারা আফ্রিকান এ প্রতিযোগিতায় শিরোপাও জিতে। খেলার পরে এক মিশরীয় খেলোয়াড় বলেন, আমি ১০ বছর যাবৎ হিজাব পরিধান করি। এটা আমি যা ভালোবাসি তা থেকে আমাকে দূরে রাখেনি। আর বিচ ভলিবল হলো আমার প্রিয় এক খেলা। এত বিশাল এক আসরে অনেক জাতির সামনে দেশের পতাকা তুলে ধরতে পারায় আমি গর্বিত।