খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: জেলা জাসদের জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত জাসদ ঠাকুরগাঁও জেলা কার্যলায় কক্ষে আদর্শ, নীতি ও কৌশল কর্মসূচী আন্দোলন সংগঠন জেলার জাসদ কমিটির উদ্যোগে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক ঢাকা কেন্দ্রীয় জাসদ কমিটির যুগ্ন সম্পাদক সাওখয়াত হোসেন রাঙ্গা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা কেন্দ্রীয় জাসদ কমিটির ও দিনাজপুর জেলার জাসদের সভাপতি গোলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় জাসদ কমিটির সদস্য ও দিনাজপুর জেলার সভাপতি লিয়াকত হোসেন, জেলা কর্মশালায় সভাপতিত্ব জেলার জাসদ ঠাকুরগাঁও জেলার সভাপতি রাজিউর রহমান রাজু। এছাড়া কর্মশালায় বিভিন্ন উপজেলার জাসদ কমিটির সদস্যগণ জেলা কর্মশালায় অংশ গ্রহণ করেন।