Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: দেশের উত্তর অঞ্চলের এক মাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক ও গন শিক্ষামন্ত্রী। উত্তরঅঞ্চলের কৃষি ও শিল্পের অগ্রগতির লক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্রাহকদের মাঝে পৌছে দেওয়ার লক্ষে বড়পুকুরিয়া ২৫০ মেঃ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উত্তর দিকে আবারও ৩য় ইউনিট নির্মানের লক্ষে পুরোদমে কাজচলছে। সেই কাজের অগ্রগতি দেখার জন্য গতকাল শুক্রবার (১২ আগস্ট) রাত্রী ৮টায় আকস্বীক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট প্রকল্প পরিচালক চৌধুরী মোঃ নুুর”জ্জামান,তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহাবুব রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৩য় ইউনিটের নির্মানকারী চীনা প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল এর প্রধান প্রকৌশলী মি. লি ঝাইউ ও এন এ পিসির কর্মকর্তা-বৃন্দু এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মী।