খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে আবু ছালেক নামে এক যাত্রীর পায়ের তলা থেকে ৪২ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
শনিবার রাতে বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি বার জব্দ করা হয়। এ সময় ওই যাত্রী আবু ছালেককে গ্রেফতার করা হয়। আবু ছালেকের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, দুবাই থেকে আগত ওই যাত্রী এয়ার আরাবিয়ার ফ্লাইট নং- জি ৯ ৫২৩ যোগে রাত ৯টার দিকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুপায়ের তলা থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি সোনা বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার মূল্য ৪২ লাখ টাকা।