খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: মানুষ ইচ্ছাপূরণের জন্য বিভিন্ন রকমের মানত করেন। অনেকেই ছুটে যান মসজিদ-মন্দিরে। কিন্তু কখনও শুনেছেন নিজের জিভ কেটে দেবতাকে উৎসর্গ করতে! আর এমনটাই করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক কলেজছাত্রী।
এই কাজ করার কারণ হিসেবে আরতি দুবে নামে ওই ছাত্রী জানান, তার সমস্ত ইচ্ছাপূরণের জন্য মা কালী তাকে স্বপ্ন দেখিয়েছেন। আরতি জানান, দেবী স্বপ্নে বলেছিলেন জিভের বিনিময়ে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এই স্বপ্ন দেখে আর স্থির থাকতে পারেননি আরতি। সোজা মন্দিরে যান। মন্দিরে তখন সবাই পূজার কাজে ব্যস্ত ছিলেন। একটা ব্লেড বের করে সবার সামনে নিজের জিভ কেটে ফেলেন আরতি।
কিন্তু আশ্চর্যের বিষয় আরতিকে এ কাজ করতে দেখেও নাকি কেউ বাধা দেননি। এমনকী রক্তাক্ত অবস্থায় মন্দিরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর কেউ তাকে হাসপাতালেও নিয়ে যাননি। প্রায় পাঁচ ঘণ্টা অচেতন অবস্থায় মন্দিরে পড়ে ছিলেন তিনি। এখানেই শেষ নয়। জ্ঞান ফেরার পর পুজার বাকি রীতি-নীতিও সারেন আরতি। আরতির এ রকম কাণ্ড-কীর্তির কথা জেনে তার পরিবারের সবাই বেশ ভয় পেয়ে যান।
আরতির ভাই শচীন বলেন, এক জন শিক্ষিত মানুষ হয়েও আরতি কীভাবে এত কুসংস্কারাচ্ছন্ন হল সেটাই ভেবে শিউরে উঠছি।