Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: গুলশান হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জড়িত থাকার প্রমাণ পেয়েই তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

ডিএমপি মিডিয়া সেন্টারে রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন একথা বলেন।
তিনি বলেন, এ ধরনের ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তাকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার যখন প্রমাণ পাই তখন আমরা তাকে গ্রেফতার দেখাই।
গত ৩ আগস্ট রাতে গুলশান আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে গ্রেফতার করা হয়। ৪ আগস্ট হাসনাতকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর শনিবার হাসনাতকে গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার ঘটনার গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয। আদালত ৮ দিনের রিমান্ড দিয়েছেন।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকজনকে জিম্মি করে জঙ্গিরা। পরদিন সকালে সেনা কমান্ডো অভিযানে জিম্মিদশার অবসান হয়। এর আগেই ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এছাড়া অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।