খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: রংপুর: রংপুরের পীরগাছায় অপহরণের কয়েক ঘন্টার ব্যাবধানে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনার সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও অপহরণকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে অনিহা দেখা দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের মাঝে। অভিযুক্তরা ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় পুলিশের রহস্যজনক ভূমিকা বলে দাবি করছেন অপহরণে শিকার শিক্ষার্থীদের অভিভাবকরা।
জানা যায়, গত ৮ই আগষ্ট বিকালে পীরগাছা উপজেলার অন্নদানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার মিলি ও অন্নদানগর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মো. শাওন স্থানীয় কোচিং সেন্টারে পড়ালেখা শেষে বাড়ীতে ফেরার পথে ওতঁ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের দ’ুজন কে অপহরণ কয়ে নিয়ে যায় খামার নয়াবাড়ী গ্রামের মৃত্যু লাল মিয়ার ছেলে দুলাল, যাদুলষ্কর গ্রামের মুবারকের ছেলে রুবেল,কাউনিয়ার আরাজি শাহবাগের আফসার আলী লংকের ছেলে তরিকুল ইসলাম, খামার নয়াবাড়ীর কার্তিক চন্দ্রের ছেলে প্রদীপ ও মৃত্যু অহিতজলের ছেলে আব্দুর রশিদ ওরফে শুটকি। এরপর মুক্তিপণ দাবী করে সন্ত্রসীরা। পরে মুক্তি পণ না দিয়েই স্থানীয়দের সহায়তায় পৃথক পৃথক স্থান হতে অপহৃতদের উদ্ধার করা হয়। এঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও অজ্ঞাত কারণে থানা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগিরা দাবী করছেন। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মুঠোফেনে এ প্রতিবেদককে জানায়, ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না । তবে, অভিযোগকারী তার সাথে সরাসরি যোগাযোগ করে লিখিত অভিযোগ দিলেই ব্যাবস্থা গ্রহণ করবেন বলে তিনি নিশ্চিত করেছেন।