Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তাঁর সহকারী হত্যার ভিডিও প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনওয়াই ডেইলি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার ওই ভিডিও প্রকাশ করেছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় গত শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের ওজোন পার্কের কুইন্স এলাকার অংশে পেছন থেকে গুলি করে বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকনজি (৫৫) ও তাঁর সহকারী তারা উদ্দিনকে (৬৪) হত্যা করা হয়। জোহরের নামাজ শেষে কুইন্সের আল-ফুরকান জামে মসজিদ থেকে ফিরছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে বন্দুক হাতে পালিয়ে যেতে দেখেন। ইমাম আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর তারা উদ্দিনের মৃত্যু হয়।
এনওয়াই ডেইলি নিউজের ভিডিওতে দেখা যায়, ওজোন পার্কের কুইন্স এলাকার অংশে দীর্ঘ সাদা পোশাক পরিহিত বাংলাদেশি ইমাম ও তাঁর সহকারী হাঁটছিলেন। এমন সময় এক ব্যক্তি তাঁদের পেছনে ধেয়ে আসে এবং দুজনেরই মাথায় গুলি করে। পরে দ্রুত পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি থেকে ভিডিও ফুটেজটি নেওয়া হয়।
গত শনিবার সন্ধ্যায় ওজোন পার্কের কুইন্স এলাকার অংশে হত্যার ঘটনাস্থলে বাংলাদেশিসহ কয়েকশ মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা অনেকে একে বিদ্বেষমূলক হামলা বলে দাবি করেন। আর এমন হামলার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেন তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হত্যাকাণ্ডের পর কুইন্সের আল-ফুরকান জামে মসজিদের সামনে ধর্মীয় নেতারাসহ কমিউনিটির অনেকে জড়ো হন। সেখানে নিহতদের জন্য দোয়া করা হয়।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখনো এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি তারা। আর হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মীয় বিশ্বাসের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সর্বশেষ খবরে জানা গেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বর্ণনা নিয়ে হত্যাকারীর স্কেচ তৈরি করেছে পুলিশ। ওই স্কেচসংবলিত পোস্টার নিউইয়র্কের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে।