খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর ইউনিয়নে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটো রিক্স্রার ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। নিহতদের মধ্যে ২জন পুরুষ ও ৩জন মহিলা। নিহতদের মধ্যে স্বামী স্ত্রী রয়েছে। নিহত দম্পর্ত্তির এক মাত্র সন্তান পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সকাল ৭টার দিকে কাশিনাথপুর আহমেদপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আমিনপুর থানার ওসি তাজুল হুদা জানায়, বালুবাহী একটি ট্রাক সিএনজি চালিত অটো রিক্স্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটো রিক্স্রাটি দুমরে মুচরে যায়। রিক্স্রার ৪ যাত্রী ঘটনাস্থলেয় মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক মারা যায়। আহতদের মধ্যে ২জনকে পাবনা জেনরেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা বাবা দুই জনই ঘটনাস্থলে মারা যান। তবে নিহত ও আহতদের পরিচয় শেষ খবর পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।পাবনায় ট্রাকের ধাক্কায় অটো রিক্সার ৫ যাত্রী নিহত
মোবারক বিশ্বাস, পাবনা: পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর ইউনিয়নে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটো রিক্স্রার ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন। নিহতদের মধ্যে ২জন পুরুষ ও ৩জন মহিলা। নিহতদের মধ্যে স্বামী স্ত্রী রয়েছে। নিহত দম্পর্ত্তির এক মাত্র সন্তান পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সকাল ৭টার দিকে কাশিনাথপুর আহমেদপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। আমিনপুর থানার ওসি তাজুল হুদা জানায়, বালুবাহী একটি ট্রাক সিএনজি চালিত অটো রিক্স্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটো রিক্স্রাটি দুমরে মুচরে যায়। রিক্স্রার ৪ যাত্রী ঘটনাস্থলেয় মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক মারা যায়। আহতদের মধ্যে ২জনকে পাবনা জেনরেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা বাবা দুই জনই ঘটনাস্থলে মারা যান। তবে নিহত ও আহতদের পরিচয় শেষ খবর পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।