খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: সিরাজদিখান উপজেলার বয়রাগাদী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নিশি আক্তার (১৩) চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে রক্ষা পেল। বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন কনের বাবা-মাকে ডেকে বাল্য বিয়ে না দেওয়ার কথা বলেন।
জানা যায়, নিশি আক্তারের ১৫ই আগষ্ট সোমবার বিয়ের দিন ধার্য ছিল। কনের পক্ষ থেকে দাওয়াত কার্ড ছাপিয়ে ব্যাপক আয়োজন করা হয়েছিল। প্রশাসন খবর পেয়ে বয়রাগাদী ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান রবিবার সন্ধ্যায় কনের বাবা বয়রাগাদী গ্রামের নোয়াব আলী ও মা রোকসানা বেগমকে পরিষদে ডেকে আনেন। পরে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে বাবা-মা অঙ্গিকার নামায় সই করেন।