লন্ডন: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ ১৫ আগস্ট এক স্মারক কর্মসূচির মাধ্যমে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস পালন করা হয়।
দিবসের শুরুতেই হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ উপলক্ষে সকাল ১১টায় চ্যালসি ওল্ড টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভার প্রারম্ভে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহার নেতৃত্বে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া শোকাবহ এই দিনে ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় লন্ডনে চিকিৎসাধীন সব্যসাচী কবি শামসুল হক বলেন, বঙ্গবন্ধুর কাছ থেকে আমরা পেয়েছি সত্যের পথে এগিয়ে যাওয়ার দীক্ষা। বিশ্বের দরবারে আজ বাংলা ভাষায় কথা বলার বিষয়ে বঙ্গবন্ধুর অবদান ও যুক্তরাজ্যের সাথে বঙ্গবন্ধুর রাজনৈতিক সম্পর্কের স্মৃতিগুলোর কথা তুলে ধরেন। এরপর তাঁর সদ্য রচিত একটি কবিতা পাঠ করে শোনান।
জাতীয় শোক দিবসের আলোচনাসভায় ভারপ্রাপ্ত হ্ইাকমিশনার খন্দকার এম তালহা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি আজ বিশ্বের কাছে রোলমডেল। আজকের দিনে শোককে শক্তিতে পরিণত করে চক্রান্তকারীদের প্রতিহত করে উন্নয়নের চাকাকে সচল রাখতে হবে। জাতির প্রকৃত ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
আলোচনাসভায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্যস্থ বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জাতীয় লোক দিবস উপলক্ষে ৩০ পৃষ্ঠার একটি স্মরণিকা প্রকাশ করে।