Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: রংপুর সদর উপজেলার পালিচড়ায় জমি জমা বিরোধে আপন ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহাবুদ্দিন নিহত হয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধের জের ধরে আজ সকালে বাড়ির সীমানার প্রাচীর নিয়ে আবারো দুই ভাই শাহাবুদ্দিন ও লুৎফর রহমানের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় । এ সময় লুৎফর রহমানের ছেলে মাহবুবুর রহমান লাঠি দিয়ে চাচা শাহাবুদ্দিনের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্ততি চলছে।