Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে এবং ইসলামের নামে মানুষ হত্যা, জঙ্গি নির্মলে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে মানববন্ধন সমাবেশ করেছে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের পেশাজীবি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীরা ।
আজ বুধার দুপুরে তারাগঞ্জ – দিনাজপুর মহাসড়কের চৌপথি নামক এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তারা দেশ থেকে জঙ্গীবাদ নির্মূলে সরকারকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন । তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী , উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের নেতা আতিয়া রহমান ও নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।