Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: মো.আককাস আলী, নওগাঁ : ১৭আগষ্ট বুধবার সকালে ইউএনও”র সভাকক্ষে ব্র্যাক আদিবাসী সমম্বিত উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর জীবিকা ও উন্নয়ন ভাবনা শীর্ষক মত বিনিময় সভা অনুুষ্টিত হয়। ইউএনও জেবুন নাহারের সভাপতিত্বে ওই প্রক্লল্পের সংগঠক রিতু মালোর সঞ্চালনে মতবিনিময় সভায় অত্র উপজেলার সরকারী কর্মকতা, সাংবাদিক, চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, জেলা ব্র্যাক প্রতিনিধি একেএম জাইদুল ইসলাম, ওই প্রকল্পের উর্দ্ধতন জেলা ব্যবস্থাপক সরদার সুগ্রীব কুমাির, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা আমিনা বেগম,জাতীয় কবিতা পরিষদেও সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আদিবাসী নেতা দিপংকর লাকরা, যোগেস উরাও, আমিন কুজুর, সাংবাদিক আজাদুল ইসলাম, ইউসফ আলী সুমন প্রমূখ